চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪


চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনের নিয়মাবলি

১। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ প্রার্থীকে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক ও চুয়াডাঙ্গা জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

২। আগ্রহী প্রার্থীগণকে চাকুরির নির্ধারিত ফরমে স্পষ্টাক্ষরে স্ব-হস্তে পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদন ফরম জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা’র ওয়েবসাইটে (www.chuadanga.gov.bd) পাওয়া যাবে।

৩। মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা/পোষ্যদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধা সার্টিফিকেটের পাশাপাশি আবেদনকারীর সঙ্গে মুক্তিযোদ্ধার সম্পর্ক বিষয়ে একটি প্রত্যয়নপত্র দিতে হবে যা ইউপি চেয়ারম্যান/পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত হবে।

৪। বীর মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান/সন্তানের সন্তান হিসেবে চাকুরির আবেদন করতে আগ্রহী প্রার্থীকে নির্ধারিত আবেদন ফরমে তথ্যাদি উল্লেখ করার পাশাপাশি সরকারের যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক স্বাক্ষরিত সনদের সত্যায়িত কপি দাখিল করতে হবে এবং নিম্নলিখিত তথ্যাদি পৃথক কাগজে দাখিল করতে হবে।

আবেদনের সময়সীমা 

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনপত্র ২৬-০৫-২০১৪ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে ডাকযোগে নিম্নস্বাক্ষরকারীর বরাবর পৌঁছাতে হবে। সরাসরি/হাতে হাতে কোন আবেদন গ্রহণ করা হবে না। নির্ধারিত সময়ের পরে প্রাপ্ত আবেদন গ্রহণযোগ্য নয়।

আবেদনকারীর বয়সসীমা

 Chuadanga DC Office Job Circular 2024 এ প্রার্থীর বয়স ২৬-০৫-২০২৪ তারিখে ১৮ হতে ৩০ বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধার পুত্র/কন্যা, পুত্র/কন্যার সন্তান/শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স ৩২ (বত্রিশ) বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

কর্মরত প্রার্থীর আবেদন

Chuadanga DC Office Job Circular 2024 এ প্রার্থী কোনো সরকারি/আধা-সরকারি/ স্বায়ত্বশাসিত/অনুমোদিত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত থাকলে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এক্ষেত্রে আবেদনপত্রের কোন অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না।

আবেদনের সাথে নিম্নেবর্ণিত কাগজ পত্রাদি সংযুক্ত করতে হবে।

১। নাগরিক সনদপত্র (ইউপি চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত) এক কপি।

২।সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদপত্রের সত্যায়িত অনুলিপি (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত; সত্যায়নের ক্ষেত্রে কর্মকর্তার নামসহ সীল থাকতে হবে)।

৩। সদ্য তোলা পাসপোর্ট সাইজের ০২ (দুই) কপি ও ০১ (এক) কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি (প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত; সত্যায়নের ক্ষেত্রে কর্মকর্তার নামসহ সীল থাকতে হবে) আবেদনের নির্ধারিত স্থানে লাগাতে হবে। ছবির পিছনে প্রার্থীর নাম লিখতে হবে।

৪। প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

৫। জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা’র অনুকূলে অগ্রণী ব্যাংকের যে কোন শাখা হতে ৫০০/- (পাঁচশত) টাকা মূল্যের ব্যাংক ড্রাফট (অফেরতযোগ্য)।

৬। খামের উপর পদের নাম ও কোটার নাম (যদি থাকে) উল্লেখ করতে হবে।

৭। সঠিক ঠিকানায় প্রবেশপত্র পৌঁছানোর জন্য পদের নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত ১০/= (দশ) টাকার ডাক টিকিট লাগানো ০১ টি (১০X৪.৫ ইঞ্চি) ফেরত খাম আবেদনের সাথে সংযুক্ত করতে হবে।

মৌখিক পরীক্ষার নিয়মাবলি

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ এ লিখিত পরীক্ষায় নির্বাচিত প্রার্থীগণকে মৌখিক পরীক্ষার সময় আবেদন ফরমে উল্লিখিত তথ্যাদি প্রমাণের জন্য সকল মূল সনদ ও অন্যান্য কাগজপত্রাদি উপস্থাপন করতে হবে। এক্ষেত্রে কোনো তথ্য অসত্য বলে প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কর্তৃপক্ষের নির্দেশনা

১। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কম্পিউটার বিষয়ক ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

২। নিয়োগের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগবিধি এবং সরকার নির্ধারিত কোটা/বিধি-বিধান অনুসরণ করা হবে। এ ক্ষেত্রে প্রার্থীকে কোটা দাবীর সমর্থনে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদ/প্রমাণপত্রের সত্যায়িত কপি জমা দিতে হবে।

৩। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ ও বিলম্বে প্রাপ্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে।

৪। কোনো তথ্য গোপন করে বা ভুল তথ্য প্রদান করে চাকুরিতে নিয়োগ প্রাপ্ত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল করা হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

৫। কোনো কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র গ্রহণ কিংবা বাতিল, প্রয়োজনবোধে যে কোনো শর্ত সংযোজন/পরিবর্তন এবং পদ সংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষ সংরক্ষণ করেন। নিয়োগের ক্ষেত্রে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

৬। চাকুরির বিষয়ে কোনো প্রকার প্রত্যক্ষ/পরোক্ষ তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা বলে গণ্য করা হবে।

৭। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ আবেদনপত্র গ্রহণ বা বাতিলের বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত। এ বিষয়ে কোনো আপত্তি উত্থাপন করা যাবে না। 

৮। চূড়ান্তভাবে বাছাইকৃত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন এবং স্বাস্থ্য পরীক্ষায় কোনো প্রকার বিরূপ তথ্য পাওয়া গেলে তিনি নিয়োগের জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।

৯। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা এর ৩০-০৬-২০১৯ তারিখের ০৫.০০.০০০০.১৭০.২২.০৬২.১৩-১৫২ সংখ্যক স্মারকে প্রদত্ত নির্দেশনা মোতাবেক বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে কোনো বিশেষ কোটার (মুক্তিযোদ্ধা, মহিলা, ক্ষুদ্র নৃগোষ্ঠী, এতিম, শারীরিক প্রতিবন্ধী এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা সদস্য) কোনো পদ যোগ্য প্রার্থীর অভাবে পূরণ করা সম্ভব না হলে অপূর্ণ পদসমূহ সাধারণ প্রার্থীদের মধ্য হতে মেধা তালিকার শীর্ষে অবস্থানকারী প্রার্থীদের দ্বারা পূরণ করা হবে।

১০। প্রার্থীকে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৪ Chuadanga DC Office Job Circular 2024



Source link

Leave a Comment