প্রশ্ন: নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত কোনটি ?
ক. পৌ + অক = পাবক
খ. গো + অক্ষ = গবাক্ষ
গ. যতি + ইন্দ্র = যতীন্দ্র
ঘ. বি + অঙ্গ = বঙ্গ
উত্তর: (খ) গো + অক্ষ = গবাক্ষ ।
ব্যাখ্যা: নিপাতনে সিদ্ধ স্বরসন্ধির দৃষ্টান্ত হলো ” গো + অক্ষ = গবাক্ষ ” । ব্যাকরণের সাধারণ বা বিশেষ কোন নিয়মানুসারে যখন কোন সন্ধি ব্যাখ্যা করা যায় না অথচ তা সংঘটিত হয় তখন সেই ব্যতিক্রমকে বৈধতা দেওয়ার নাম হল নিপাতনে সিদ্ধ সন্ধি । যেমন – অন্য + অন্য = অন্যান্য , কুল + অটা = কুলটা , আ + চর্য = আশ্চর্য ।