শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে ? – Bangla MCQ


প্রশ্ন:  শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে ?

ক.  মালালা ইউসুফজাই

খ.  শিরিন এবাদি

গ.  নার্গিস মোহাম্মদী

ঘ.  তাওয়াক্কোল কারমান

উত্তর:  (খ) শিরিন এবাদি  । 

ব্যাখ্যা:-

শান্তিতে নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী হলেন  ” শিরিন এবাদি । ২০০৩ সালে প্রথম মুসলিম নারী হিসেবে শিরিন এবাদি শান্তিতে নোবেল পুরষ্কার লাভ করেন ।  তিনি ছিলেন ইরানের আইনজীবী ও মানবাধিকার কর্মী । নোবেল বিজয়ী প্রথম আরব নারী হলেন  ” তাওয়াক্কুল কারমান ” । তিনি ছিলেন ইয়েমেনের নাগরিক । প্রথম মুসলিম হিসেবে নোবেল পুরস্কার লাভ করেন  ” আনোয়ার শাহাদাত ” । তিনি ছিলেন মিশরের । 



Source link

Leave a Comment