প্রশ্ন: গুরুচণ্ডালী দোষমুক্ত কোনটি ?
ক. মডা দাহ
খ. শবদাহ
গ. শবমডা
ঘ. শব পোড়া
উত্তর: (খ) শবদাহ ।
ব্যাখ্যা: গুরুচণ্ডালী দোষমুক্ত শব্দ হচ্ছে ‘ শবদাহ ‘ । তৎসম শব্দের সাথে দেশীয় শব্দের প্রয়োগে কখনো কখনো গুরুচণ্ডালী দোষ সৃষ্টি হয় । এ দোষে দুষ্ট শব্দ তার যোগ্যতা হারায় । শব পোড়া – শব (তৎসম শব্দ) + পোড়া (দেশি শব্দ) । মডা দাহ – মডা (দেশী শব্দ) + দাহ (তৎসম শব্দ) । শবদাহ – শব (তৎসম শব্দ) + দাহ (তৎসম শব্দ) । শব মডা – শব (তৎসম শব্দ) + মডা (দেশী শব্দ) । অতএব , খুবই সহজেই বুঝা যাচ্ছে ‘ শবদাহ’ গুরুচণ্ডালী দোষমুক্ত ।